রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৮ পিএম
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রবা ফটো
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ যেটা মনে করবে, দিন শেষে সরকার তাই করবে। যে যাই বলুক, যেটা আমাদের জন্য সঠিক সেটাই করব। যেটা মানুষকে নিরাপদ থাকতে সহায়তা করে, মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে, আমরা সেটাই করে যাচ্ছি।
নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, ‘পৃথিবীর সব দেশেই এখন সাইবার রিলেটেড ক্রাইমের জন্য আইন আছে। কানাডাতে আইন আছে, সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ শেয়ার করা যায় না। কারণ হলো একজন অপরাধী যদি ভুল তথ্য শেয়ার করে তবে যে প্লাটফর্ম ব্যবহার করা হবে তাদেরকেও দায়ী করা হবে। এরকম আইন ফ্রান্সে আছে, জার্মানিতে আছে। এসব দেশকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয়। বড় বড় গণমাধ্যম বন্ধ পর্যন্ত হয়ে গেছে।’
বিএনপির এক দফা আন্দোল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা বহুদিন সুপ্ত অবস্থায় ছিল। তারা যে দাবির জন্য আন্দোলন করছে; এটা কোনোভাবেই সম্ভব নয়। তারা অরাজগতা করতে ফাঁদ পাতছে। আমরা সবাই জানি, তারা আন্দোলনের নামে পুলিশকে আঘাত করেছে, নির্বাচনী কর্মকর্তা, বাসচালক ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে আঘাত করা হয়েছে। এটাতো আমরা ভুলে যাইনি।’
বিএনপির এক দফা দাবি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সরকারের সেই অধিকার রয়েছে একদফা দাবিকে সামনে রেখে যেকোনো আন্দোলনকে অবৈধ ঘোষণা করা। তবে সরকার তা করেনি। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধৈর্যশীল।’
তিনি বলেন, ‘নির্বাচন হবে নির্বাচনী আইন অনুযায়ী। আমরা জনগণের জন্য কাজ করে গেছি। ভুল-ভ্রান্তি কিছু হয়ে থাকলে আমরা ভুল স্বীকার করব। আশা করি, সামনের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।’
নিজ নির্বাচনী এলাকা রাজশাহী-৪ এর চারঘাট থানার ওসির সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘ জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন শতশত সুপারিশ করি। কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে; আমি এমনটা কখনও করিনি। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’