× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের স্থান প্রথম : সেনাপ্রধান

অঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের স্থান প্রথম বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালীর লেবুখালী নদীর তীরে ‘বরিশাল শেখ হাসিনা সেনানিবাস’-এর বিভিন্ন স্থাপনা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

সেনাসদস্যদের আবাসনের সমস্যা সমাধানের জন্য সেনা সদর, কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের তত্ত্বাবধানে ‘সেনানীড়’ নামের ১১২টি ফ্ল্যাটের ১৫ তলার এই ভবন নির্মাণ করা হয়।

সেনাসদস্যদের উদ্দেশে এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ’স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী তার সুযোগ্য গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। সেনাবাহিনী যেকোনো দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্যও প্রস্তুত রয়েছে।’ 

অনুষ্ঠানে সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, সেনা সদর বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশনড অফিসারসহ সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা