× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ডিসি ইমরানের প্রশংসা করে ভাইরাল আওয়ামী লীগ নেতা

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

প্রত্যাহার হওয়া জামালপুরের ডিসির প্রশংসা করে রবিবার এক আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম জামাল আবদুন নাসের বাবুল। প্রবা ফটো

প্রত্যাহার হওয়া জামালপুরের ডিসির প্রশংসা করে রবিবার এক আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম জামাল আবদুন নাসের বাবুল। প্রবা ফটো

আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে বক্তব্য দিয়ে প্রত্যাহার হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম জামাল আবদুন নাসের বাবুল। আর ডিসির সেই বক্তব্য ভাইরাল করা ব্যক্তিতে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ইসলামপুর উপজেলা পরিষদের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে প্রত্যাহার হওয়া ডিসির প্রশংসা করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল। তার বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটি ৮ মিনিট ৫১ সেকন্ডের। এর ২ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৪ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘আমার মনটা একটু খারাপ। আমাদের জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহুদিন পরে একজন ডায়নামিক লোক পেয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনার কল্যাণেই পেয়েছিলাম। ইমরান আহমেদ (প্রত্যাহার হওয়া ডিসি) এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে চলে যাচ্ছেন। জানি না, আমাদের এই জামালপুরবাসীর মধ্যেই কোনো কুলাঙ্গার ছিলেন; যিনি একটা বক্তব্য (ডিসির বক্তব্য) ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন। এই ভদ্রলোক যদি এই জামালপুরে উনার মেয়াদোত্তীর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি এই জামালপুরের চেহারা যেটা আমি দেখছি, প্রত্যেকটা দপ্তরের সেবাই সহজ হতো, সহজলভ্য হতো। এই যে পরিবেশ– যেটা, সেটা সুন্দর হতো। আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। উনি চলে গেলেন। যেখানেই যাবেন ওখানেই আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। এজন্য আমার মনটাই খারাপ, আসলে কথা বলার মতো আমার মানসিকতাই নেই।’

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ।

এর আগে ১১ সেপ্টেম্বর দেওয়া এক বক্তব্যে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানোর আহ্বান জানান ডিসি ইমরান আহমেদ। ওই দিন জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এ উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আপনারা এ সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

ডিসির এ বক্তব্য ভাইরাল হয়। এ নিয়ে সংবাদমাধ্যমেও খবর প্রকাশ হয়। পরে ১৪ সেপ্টেম্বর ডিসি ইমরানকে প্রত্যাহার করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।

প্রত্যাহার হওয়া ডিসির প্রশংসা করে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে জামাল আবদুন নাসের বাবুল বলেন, ‘যিনি ডিসি ইমরান আহমেদের বক্তব্য ভাইরাল করেছেন, তিনি অবশ্যই কুলাঙ্গার। ডিসি ইমরান আহমেদ একজন সৎ লোক। এখনও তো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কাজেই ডিসি সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতেই পারেন। এটা ডিসির দোষের কিছু নয়। তাকে প্রত্যাহার করায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা