নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৪ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম
গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। সংগৃহীত ছবি
গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলা হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় অজ্ঞাত পরিচয় একদল যুবক তাকে মারধর করে।
তরিকুল সুজন জানান, রাতে তিনি কলেজ রোডে নিজের রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন যুবক এসে কিল-ঘুষি মারতে থাকে। দৌঁড়ে তিনি রেস্তোরাঁর ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন হামলাকারীরা নিচে দাঁড়িয়ে হুমকি দেয়। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
সুজন বলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় এমপি শামীম ওসমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই হামলা হতে পারে। আবার নাও হতে পারে। হামলাকারীদের কথায় বুঝতে পেরেছি, যারা আমাদের কথায় ক্ষুব্ধ হয়ে কিংবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে তারাই হামলা চালিয়েছে।
এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে রাতেই শহরে বিক্ষোভ মিছিল বের করে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাধু পৌলের গির্জার সামনে গিয়ে শেষ হয়।