টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রবা ফটো
কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। বিদেশিরা কী বলল সেটা আমরা গুরুত্ব দিই না। বাংলাদেশের মানুষ কী বলল সেটা আমরা গুরুত্ব দিই।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু সুন্দর ও সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেনÑ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।