জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম
প্রতীকী ছবি
জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলে মন্টু ব্যাপারীও (৩২) মারা গেছেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে বাবা আহাদ আলী ব্যাপারীর (৬৫) মৃত্যুর এক ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়। জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী জোকা ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ব্যাপারীপাড়ার আহাদ আলী ব্যাপারী ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবাকে জীবিত ভেবে তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী গাড়ি খোঁজার জন্য বের হন। পরে গাড়ি নিয়ে বাড়ি এসে দেখতে পান বাবা মারা গেছেন। বাবার মৃত্যুতে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর জানাজা শেষে স্থানীয় গোরস্তানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে তার চিকিৎসার জন্য গাড়ি খুঁজে আনেন ছেলে মন্টু। কিন্তু বাড়ি ফিরে দেখেন বাবা মারা গেছেন। বাবার মৃত্যুতে ছেলে মন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।