× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালথায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪ পিএম

সালথা উপজেলার আটঘর গ্রামের সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রবা ফটো

সালথা উপজেলার আটঘর গ্রামের সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রবা ফটো

ফরিদপুরের সালথায় জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আটঘর গ্রামের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অভিযুক্তরা হলেন, আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লতিফ মোল্লা ও সংরক্ষিত নারী সদস্য রাজিয়া বেগম। মানববন্ধনে প্রবাসীর স্ত্রী রাজিয়া আক্তার বলেন, ’বাড়ির দক্ষিণ পাশে ১৪ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলাম। বছরখানেক আগে স্থানীয় দুলাল মোল্যা ওই জমির পেছনে ৬ শতাংশ জমি কেনেন। সম্প্রতি টিউবওয়েল স্থাপন করতে গেলে দুলাল মোল্যা তার জমি দাবি করে ইউপি সদস্য লতিফ মাতুব্বর ও রাজিয়া বেগমকে নিয়ে বাধা সৃষ্টি করে। পরে নিরুপায় হয়ে বিরোধ মীমাংসার জন্য ওই দুই ইউপি সদস্যের কাছে গেলে তারা ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায় ইউপি সদস্যদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করি। পরে আরও বেপরোয়া হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। জমিতেও যেতে পারছি না।’

অভিযুক্ত ইউপি সদস্য লতিফ মোল্লা ও রাজিয়া বেগম বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। ক্রয়কৃত জমি কে কোথা থেকে ভাগাভাগি করে নেবে, তা নিয়ে ঝামেলা বাঁধে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করি। পরে বিবদমান জমিতে টিউবওয়েল স্থাপন করতে গেলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ এসে বাধা দেয়। এ সময় আমরা উপস্থিত ছিলাম না। তারপরও মিথ্যা অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানি করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা