মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৯ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১২ এএম
রেললাইনের পাশে পড়ে আছে যুবকের জাতীয় পরিচয়পত্র। প্রবা ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) জয়দেবপুর -বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজিপাড়া সিঙ্গিমারী গ্রামের আশরাফুল হকের ছেলে।
মির্জাপুর রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, দুর্ঘটানার কথা গেটম্যান শফিকুল ইসলামের মাধ্যমে তিনি জেনেছেন। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।