× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘শ্রদ্ধার্ঘ্য খোকা, ভানু ও দুখু’ অনুষ্ঠিত

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম

আমরা কজন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘শ্রদ্ধার্ঘ্য খোকা, ভানু ও দুখু’ পরিবেশিত হয়েছে। প্রবা ফটো

আমরা কজন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘শ্রদ্ধার্ঘ্য খোকা, ভানু ও দুখু’ পরিবেশিত হয়েছে। প্রবা ফটো

রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় 'শ্রদ্ধার্ঘ্য খোকা, ভানু ও দুখু' পরিবেশিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আমরা ক'জন শিল্পীগোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের কেন্দ্রীয় পরিষদের সদস্য মিজানুর রহমান ও নিভা সরকার পূর্ণিমা।

অনুষ্ঠানের শুরুতে কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আব্দুল মোবিন জিন্নার আবৃত্তি ও মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীদের আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘শ্রদ্ধার্ঘ্য খোকা, ভানু ও দুখু’ পরিবেশিত হয়। 

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা