রংপুর অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৪ পিএম
আটককৃত আনসার আল ইসলামের সদস্যরা। প্রবা ফটো
রংপুর র্যাবের অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বশীল মুনতাসীর বিল্লাহসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো- ঠাকুরগাঁওয়ের মহসীন আলীর ছেলে ইয়াছিন (১৭), দিনাজপুরের কেরামত আলীর ছেলে মুনতাসির বিল্লাহ (৩৬), রিয়াজুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩৩) ও আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন (২০)।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে বিভিন্ন দাওয়াতি বই, ৪টি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রংপুরে র্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, আফগানিস্তানের তালেবানের উত্থানে উদ্বুব্ধ হয়ে আল-কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।