× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতে ভেসে আসা বনরুই উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকা থেকে ভেসে আসা বিপন্ন প্রজাপতির বনরুই উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকা থেকে ভেসে আসা বিপন্ন প্রজাপতির বনরুই উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাপতির একটি বনরুই উদ্ধার করা হয়েছে। দেশীয় প্রজাতির এই বনরুইটির ওজন প্রায় চার কেজি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। 

ইকো লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার আব্দুল কাইয়ূম বলেন, গত দুই দিন ভারী বৃষ্টিপাত হওয়ায় হিমছড়ি জাতীয় উদ্যানের পাহাড় থেকে ছড়া দিয়ে হয় তো বনরুইটি সাগরে চলে যায়। গতকাল সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে বনরুইটি ভেসে এলে ফয়সাল নামের এক যুবক এটিকে তার বাসায় নিয়ে যায়। পরবর্তী সময়ে ইকোফিশ প্রকল্পের সিপিজি ও ব্লুগার্ড সদস্যরা বিষয়টি জানতে পেরে ইকো লাইফ প্রকল্পের ডিপিডি শফিকুর রহমানকে জানান। 

এরপর নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকাম) ও ইউএসএআইডির ইকো লাইফ প্রকল্প ও ইকোফিশ প্রকল্পের সিপিজি ও ব্লুগার্ড-এর সহযোগিতায় সমিতিপাড়া ফয়সালের বাসা থেকে বনরুই উদ্ধার করা হয়। দেশি বনরুইটি দীর্ঘ ও সরু দেহের। এই স্তন্যপায়ী প্রাণীটি মাথা ছোট ও ত্রিকোণাকার। 

বনরুইটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসের বন কর্মকর্তা সমীর রঞ্জন বলেন, উদ্ধার হওয়া বনরুইটির প্রাথমিক চিকিৎসা শেষে হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা