গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০ পিএম
কচ্ছপগুলোকে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। প্রবা ফটো
কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালের দিকে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করেছেন।
শারমিন আক্তার বলেন, ’গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে ওই বাসের মধ্যে থাকা কার্টুনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। কচ্ছপ বহনকারী ‘আন্ডার এজ’ বলে তাকে তার স্বজনদের কাছে নজরদারিতে রাখা হয়েছে। এখানে সুদি কাছিম, বড় কাইছা, হলুদ কাইছা ও ধুম কাসিমসহ চার জাতের কচ্ছপ ছিল।‘
সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মল হোসন জানান, এগুলো বিলুপ্তপ্রায় প্রাণী। নোয়াখালী থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল। কচ্ছপগুলো ভারতে পাচার করার কথা ছিল।