× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের আন্তরিক চেষ্টায় শিক্ষাব্যবস্থা বিশ্বমানে উন্নীত হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের এইচএসসি-৮৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থীরা। প্রবা ফটো

দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের এইচএসসি-৮৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থীরা। প্রবা ফটো

সরকারের আন্তরিক চেষ্টায় দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বমানে উন্নীত হয়েছে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণ-যুবকরা যেন বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় সফলতা পায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সেশন জট, সন্ত্রাস ও নৈরাজ্য নেই। হানাহানির জন্য কাউকে জীবন দিতে হচ্ছে না। শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে তাদের লেখাপড়া শেষ করে পেশাগত জীবনে সঠিক সময়ে যেতে পারছে। এটা বর্তমান সরকারের একটা বড় সফলতা।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের এইচএসসি-৮৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সাবেক শিক্ষার্থী।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও আবেগের। সরকারি বিএল কলেজের সুখ স্মৃতিগুলো এখনও আমার স্মৃতিতে অম্লান। ৩৪ বছর পর আবারও প্রাক্তন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুবই ভাল লাগছে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সহপাঠীরা একত্রে মিলিত হওয়ার সুযোগ লাভ করতে পারে। সরকারি ব্রজলাল কলেজের ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আন্তরিকভাবে কাজ করবে বলে আমি আশা করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার ফলে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশে থেকে সবাইকে সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। 

বক্তব্য দেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব, ডা. ইনামুল কবীর প্রমুখ। 

অনুষ্ঠানে এইচএসসি-৮৯ ব্যাচের শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে পুনর্মিলনী উপলক্ষ্যে কলেজ চত্বর থেকে আনন্দ র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা