টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩২ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ ঘর থেকে সুলতানা সুরাইয়া নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিশ ভূঞাপুরের নিজ বাড়িতে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।
সুলতানা সুরাইয়া ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম আকন্দের স্ত্রী।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, পশ্চিম ভূঞাপুরে একাই বসবাস করতেন সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে গিয়ে গেট টপকে ঘরে উঁকি দেয়। এ সময় ঘরের মেঝেতে পড়ে থাকা গলা কাটা মরদেহ দেখতে পায় তারা।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক দিন আগে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।
নিহতের ছেলে আবু সায়েম আকন্দ বলেন, ‘মা একাই থাকতেন বাড়িতে। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’