× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৭ পিএম

রাঙামাটির কাপ্তাই লেকের পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই লেকের পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবা ফটো

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে রাঙামাটির কাপ্তাই লেকের পানি। ফলে লেকের পাশ্ববর্তী বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই বাঁধ সংলগ্ন জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পানি বৃদ্ধি পাওয়ায় জেটিঘাটের নিচু এলাকায় পানি উঠে গেছে। জেটিঘাট সংলগ্ন হোটেলসহ বেশ কিছু দোকানের অংশ পানিতে তলিয়ে গেছে। এভারে পানি বৃদ্ধি বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

গ্রিন রিভার ভিউ নামে একটি হোটেলের পরিচালক মুছা সওদাগর বলেন, ‘লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হোটেলের সামনের অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে হোটেল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। অনেক পর্যটক ফোন দিলেও তাদের বুকিং ক্যানসেল করেছি। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি।’

জেটিঘাট এলাকার বাসিন্দা রহমান আলী, সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন জানান, লেকে গত এক মাস আগেও পানি স্বল্পতায় নৌচলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বেড়ে গেছে। ইতোমধ্যে কাপ্তাই লেকের বেশ কিছু নিচু এলাকা পানিতে ডুবে গেছে। জেটিঘাটেও পানি বাড়ছে। দিন দিন যে হারে পানি বাড়ছে এতে বাঁধের গেট খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। 

জেটিঘাটের দায়িত্বে থাকা কর্মকর্তা শীতল সরকার বলেন, ‘লেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিলাইছড়ি ও রাঙামাটির সঙ্গে নৌচলাচল স্বাভাবিক হয়েছে। এখন পুরোদমে লেকে লঞ্চ কিংবা ইঞ্জিনচালিত বোট চলছে। তবে পানি অস্বাভাবিক বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। আরও কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যানুযায়ী আজ বেলা ১২টা পর্যন্ত লেকে ১০৭ দশমিক ৫৫ ফুট এমএসএল (মিন সি লেভেল) পানি রয়েছে। বছরের এইসময়ে পানি থাকার কথা প্রায় ১০২ ফুট এমএসএল। পানির লেভেল ১০৮ ফুট এমএসএল হলে পানি ছাড়ার কথা চিন্তা করা হবে বলে জানান কেন্দ্র কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা