গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম
অটোরিকশায় থাকা চালকসহ পাঁচজনের দুজন মারা গেছেন। প্রবা ফটো
গাজীপুরে কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের সবার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুব উজ জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশায় থাকা আহত মো. নুরনবী বলেন, ‘আমরা কালীগঞ্জ থেকে রাজমিস্ত্রির কাজ করে টঙ্গীর হাজি মার্কেটের দিকে যাচ্ছিলাম। টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এলে সামনে থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এরপর আর কিছু মনে নেই।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে পূবাইলের দিকে আসছিল। এ সময় কালীগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। চালকসহ আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপপুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’