দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০২ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৩ পিএম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে নসিমনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম সাজেদা খাতুন। তিনি কুর্শা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
আটক নসিমনচালকের নাম আব্দুর রহমান। তিনি বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের বাসিন্দা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাজেদা খাতুন ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় নসিমন ধাক্কা দেয়। ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নসিমনচালককে আটক করা হয়েছে।