রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম
রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো
আজকে আদালত, আইন-শৃঙ্খলা বাহিনীর সবকিছু শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু প্রতিরোধের দাবিতে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে রিজভী বলেন, যে সরকারকে জবাবদিহি করতে হয় না, যে সরকারকে ভোট পেতে হয় না, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় জনগণের মূল্য তারা মোটেই দেবে না। মানুষের জীবনের মূল্য তারা দিতে চায় না। সরকার নিষ্ঠুরতার মাধ্যমে, দুঃশাসনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়।
সাইবার সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে তিনি বলেন, সদ্য পাস হওয়া সাইবার সিকিউরিটি আইন জনগণের ওপর ধারাল তরবারি।