জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম
ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি আবু কাহার। প্রবা ফটো
জয়পুরহাট সদরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বানেশ্বর বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম- আবু কাহার। তিনি কালাই উপজেলার শালগুইন গ্রামের বাসিন্দা।
র্যাব-৫, সিপিসি-৩ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে আসামি আবু কাহার এক নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে আসামি আবু কাহার পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বুধবার রাতেই তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছিল। ওই মামলার সহযোগী আসামিকে সেদিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক ছিল। তাকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।