× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে চার সন্তান এলো নিপা-লিটন দম্পতির ঘরে

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ নিপা সরকার। প্রবা ফটো

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ নিপা সরকার। প্রবা ফটো

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নিপা সরকার নামের এক গৃহবধূ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার ছাড়াই (নরমাল ডেলিভারি) সন্তানদের জন্ম দেন তিনি।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মাত্র ২৯ সপ্তাহ ভূমিষ্ঠ হওয়া শিশুরা পুষ্টিহীনতায় ভুগচে। তাদের ইনকোবিটায় রাখা হয়েছে। হাসপাতালের নার্স নমিতা সরকার বলেন, সিজারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে। 

চার শিশুর বাবা লিটন সরকার কুমিল্লার একজন ব্যবসায়ী। নিপা সরকারের স্বজন মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েক মাস ধরে শহরের ঘোষপাড়ায় নিপা তার বাবার বাড়িতে অবস্থান করছিল।

চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে পক্ষ থেকে তাদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক মানুষ হাসপাতালে ভিড় করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা