× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুরে নৌকাবাইচ দেখতে দর্শনার্থীর ঢল

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম

শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে রবিবার (১০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে রবিবার (১০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

মাদারীপুর সদর ও শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে রবিবার (১০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভিড় জমায়। 

শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। চিফ হুইপের সহধর্মিণী, ছেলে-মেয়েরাও নৌকাবাইচ উপভোগ করেন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

সরেজমিন দেখা যায়, দূর-দূরান্ত থেকে ১০টি বাচারি নৌকাবাইচে অংশ নেয়। বিল পদ্মা নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ লাখো নারী-পুরুষ সেতু, রাস্তার পাশে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে উপভোগ করে। অনেকে ট্রলারে আসে ডিজে পার্টি নিয়ে। 

নৌকাবাইচে প্রথম স্থান লাভ করেন শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মৃজাকান্দি জাগরণ সংঘ। রানার্স আপ হয় কালাম সিপাই ও দেলোয়ার সিপাইয়ের নৌকা। তৃতীয় স্থান লাভ করে তরিকুল ইসলামের নৌকা। প্রথম পুরস্কার ছিল ১৩ সিএফটি ফ্রিজ। দ্বিতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। তৃতীয় স্থানের জন্য বরাদ্দ ছিল ৪২ ইঞ্চি টেলিভিশন। এছাড়া নৌকাবাইচে অংশ নেওয়া ৭টি নৌকাকেও রঙিন টেলিভিশন দেওয়া হয়। 

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্য এ নৌকাবাইচ। বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ বাইচ আয়োজন করেছে। উদ্দেশ্য যুবসমাজকে নির্মল আনন্দ দেওয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী বলেন, নৌকাবাইচ আমাদের দেশের ঐতিহ্য। এ আয়োজন ধরে রাখতে হবে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখনও তারা এ ঐতিহ্য ভোলে নাই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা