× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় গাছ কাটার প্রতিবাদে ১৪ সংগঠনের সমাবেশ

খুলনা অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪১ পিএম

খুলনা নগরীর সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজনের গাছ কাটার স্থানে নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠন। প্রবা ফটো

খুলনা নগরীর সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজনের গাছ কাটার স্থানে নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠন। প্রবা ফটো

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের গাছ কাটার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠন। রবিবার (১০ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজনের গাছ কাটার স্থানে নতুন রাস্তার মোড়ে এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে পরিবেশ সংগঠনের নেতারা বলেন, ‘যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পাখিদের আবাস দেয়, সেই গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কোনোটাই হতে পারে না। দেশীয় গাছ উজাড় করে বিদেশি গাছ একদিকে যেমন দেশীয় পরিচয়কে ক্ষুণ্ন করছে অন্যদিকে আমাদের গাছের ছায়া থেকে, অক্সিজেন থেকে বঞ্চিত করছে।’ 

সমাবেশে বক্তারা খুলনা সিটি করপোরেশনের উন্নয়নের নামে গাছ কাটাকে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড আখ্যায়িত করে সড়ক বিভাজকে বিদ্যমান দেশীয় গাছ কাটা বন্ধ এবং প্রায় আধা কিলোমিটারের কেটে ফেলা গাছ পুনরায় লাগানোর দাবি জানান। 

তারা আরও বলেন, ‘যেখানে বিশ্বব্যাপী গাছ রক্ষার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, সেখানে খুলনা সিটি করপোরেশন কীভাবে এই গাছ কাটতে পারে? এই গাছ কাটার পরও তাদের ভেতর কোনো অনুশোচনা নেই। তারা সিদ্ধান্ত নিয়েছে এই পাঁচ কিলোমিটার পথের সব গাছ কেটে ফেলবে। এটা এখনই বন্ধ হওয়া দরকার। আমরা চাই সিটি করপোরেশন কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হোক।’

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক সংগঠক মিজানুর রহমান বাবু, নাগরিক নেতা এস এম চন্দন, উন্নয়ন সংগঠক নাজমুল আলম ডেভিড, টিআইবির আব্দুল্লাহ আল মামুন, সুজনের ডা. মোসাদ্দেক আলী বাবলু, নাগরিক ফোরামের আসিফ ইকবাল, মানবাধিকার সংগঠক শরিফুল ইসলাম সেলিম, আইআরভির মেরিনা যুথী, নিজেরা করির নাসরিন আক্তার, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, শিশুসংগঠক অশোক মণ্ডল প্রমুখ। অবস্থান কর্মসূচিতে এএলআরডি, নিজেরা করি, টিআইবি, বেলা, বাপা, সনাক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), পরিবেশ সুরক্ষা মঞ্চ, পরিবর্তন-খুলনা, নাগরিক ফোরাম, আইআরভি, ক্লীন, ছায়াবৃক্ষ, হিউমেনিটি ওয়াচের প্রতিনিধিরা অংশ নেন। 

উল্লেখ্য গত বুধবার খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ মুজগুন্নী মহাসড়কের ডিভাইডারের ওপর লাগানো ২৫টির বেশি বড় গাছসহ শতাধিক গাছ কেটে ফেলেছে। তাদের দাবি, এসব গাছের কারণে সড়ক বিভাজক ফেটে যাচ্ছে। সড়কে নতুন করে সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা