× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমজ সন্তান প্রসবের এক সপ্তাহ পর ডেঙ্গুতে নারী মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জমজ ছেলে সন্তান প্রসবের এক সপ্তাহ পর ডেঙ্গু আক্রান্ত হয়ে সুলতানা রহমান নামে এক নারী মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই নারীর দুই বছরের একটি মেয়ে রয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ওই নারীর দাফন সম্পন্ন হয়। এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। 

সুলতানা ফরিদপুরের সদরপুর উপজেলার বেপারী মটরসের মালিক মো. জাহিদ বেপারীর স্ত্রী। তিনি চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক গ্রামের মাজেদুর রহমানের মেয়ে।

ফরিদপুর আরোগ্য সদন হাসপাতলের চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী বিভাগ) ডা. ফাহমিদা জেসমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সুলতানার স্বামী জাহিদ বলেন, ‘পাঁচদিন আগে স্ত্রীকে সিজার করানোর জন্য ফরিদপুর আরোগ্য সদন হাসপাতলে ভর্তি করা হয়। পরে আমার দুটি পুত্র সন্তান জন্ম হয়। সিজারের পর তার শরীরে ব্যাথা অনুভব হলে ও অবস্থার অবনতি হলে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এরপর দ্রুত ঢাকার পান্থপথে অবস্থিত স্কায়ার হাসপাতাল লিমিটেডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সে মারা যায়।’

সহকারী অধ্যাপক (গাইনী বিভাগ) ডা. ফাহমিদা জেসমিন বলেন, ‘মঙ্গলবার আমি যখন তার সিজার করেছিলাম তখন তার অবস্থা ভালো ছিল। সিজারের পরে যখন তাকে বেডে দেওয়া হলো তখনও ভালোই ছিল। পরে মনে হলো ডেঙ্গুর কারণে রোগীর অবস্থা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। তখন আমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। পরে জানতে পেরেছি রক্তের প্লাটিলেড কমে যাওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে স্কায়ার হাসপাতালে ওই রোগী মারা যান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা