× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা নতুন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রবা ফটো

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রবা ফটো

আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকৎসার ব্যবস্থা করেছেন। তাদের এসব কর্মকাণ্ড নতুন কিছু নয়। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বের) বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে এর আগেও সারা দেশে আগুন সন্ত্রাস করেছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারও আগের রূপে তারা ফিরতে চাচ্ছে। তাদের এসব সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত আছে। যারা সহিংস কর্মকাণ্ড করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিন মাদকের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে মাদক তৈরি হয় না। পাশের দেশ থেকে সীমান্ত দিয়ে মাদক আমাদের দেশে ঢুকছে। যদিও বর্ডার গার্ড ও কোস্ট গার্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে, তারপরেও মাদক আসছে। মিয়ানমার থেকে ইয়াবা এবং ভারত থেকে ফেন্সিডিল আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তবে মিয়ানমারের সঙ্গে কথা বলেও কোনো সুফল মিলছে না। আমরা আমাদের কোস্ট গার্ড ও বর্ডার গার্ডকে আরও শক্তিশালী করছি। বিজিবিকে শক্তিশালী করতে হেলিকপ্টার কিনে দিয়েছি। নতুন প্রজন্মকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারি, তবে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারব না। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’

মাদক নির্মূলে বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজিবি ও কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করছি। নতুন প্রজন্মকে ধরে রাখতে হলে, মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সমাজের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলকে মাদকের কুফল সর্ম্পকে জানাতে হবে, সচেতন করতে হবে।’

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম ও জেলা প্রশাসক মাহামুদুল হক নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা