সিলেট অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৭ পিএম
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো
সিলেট নগরীর মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজারসংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজন সিএনজি স্টেশনের কর্মচারী। বাকি চারজন পথচারী। আহতরা হলেন, রিপন, লুৎফর, রুমেল, মিনহাজ, বাদল দাস, রামিম, রুমান, তারেক ও মুহিন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর বিস্ফোরিত হয়। এতে জেনারেটরটির আগুন আশপাশে ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, ’খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’