ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৪ পিএম
ভোলায় পুকুরের পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু। ছবি : সংগৃহীত
ভোলার লালমোহনে পুকুরে মুখ ধুতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের আব্দুল গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো, ওই গ্রামের মো. নসু গাইনের মেয়ে রিপা আক্তার ও তার দুই মাস বয়সি মেয়ে ফাতেমা নেহা।
লালমোহন থানার পরিদর্শক মো. এনায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে রিপা তার মেয়েকে নিয়ে পুকুরে মুখ ধুতে যান। ওই সময় পা পিছলে মা-মেয়ে দুজনই পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর রিপার ভাই মো. হৃদয় পুকুরে গেলে বোন ও ভাগনির মরদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার করেন। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক মো. এনায়েত হোসেন।