যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৬ পিএম
মরদেহ দেখতে ভিড় করেছে স্থানীয়রা। প্রবা ফটো
দুপুরে বাড়ির পাশে খেলা করছিল দেড় বছর বয়সের শিশু। খেলতে খেলতে এক সময় ট্রেন লাইনের ওপর উঠে পড়ে সে। এমন সময় দূর থেকে ট্রেন আসতে দেখে তাকে বাাঁচাতে দৌড়ে যান চাচা।কিন্তু ট্রেনে কাটা পড়ে দুজনেই মারা যান।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার ধোপাখোলা বাউলকান্দা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল।
নিহত দুজন হলেন সদর উপজেলার ধোপাখোলা এলাকার আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম ও তার ভাতিজা দেড় বছর বয়সি মোহাম্মদ ইউসুফ। ইউসুফের বাবার নাম মনিরুল ইসলাম।
যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বেনাপোল-যশোর রেললাইন সংলগ্ন যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা গ্রাম। আমিরুলের দেড় বছরের ভাতিজা ইউসুফ রেললাইনের পাশে খেলা করছিল। ট্রেনের হুইসেল শুনে আমিরুল দেখতে পান ইউসুফ ট্রেন লাইনের ওপর উঠে পড়েছে। তাকে বাঁচাতে দৌড় দেন তিনি। এক পর্যায়ে সজোরে ধাক্কা দিয়ে ইউসুফকে সরিয়ে দেন। কিন্তু ততক্ষণে ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় ইউসুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এসআই বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটিও হাসপাতালে আছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।