ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম
শাহবাজ ইসলাম সাফাদ। প্রবা ফটো
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পুলেরঘাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম- শাহবাজ ইসলাম সাফাদ। সে মেদুয়ারী ইউনিয়নের পুলেরঘাট এলাকার সাকিবুল ইসলাম শামীমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমানউল্যাহ নিহত শিশুর পরিবারের বরাতে বলেন, সকালে বাড়ির পাশে একটি পুকুরে সবার অগোচরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাফাদকে মৃত ঘোষণা করে।