× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আউটার স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে প্রেস ক্লাবের সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। কোর্সের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, বিএফইউজে সহ-সভাপতি শহীদুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজে সহ-সভাপতি অনিন্দ্য টিটু। প্রেস ক্লাবের সদস্যদের ১২৯ সন্তান পর্যায়ক্রমে এই সাঁতার প্রশিক্ষণে অংশ নেবে।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরীতে সাঁতার শেখার তেমন কোনো সুযোগ ছিল না।  পুকুর-দীঘির অধিকাংশই ভরাট হয়ে গেছে। যেগুলো রয়েছে সেগুলোরও পরিকল্পিত ব্যবস্থাপনা নেই। তাছাড়া ছুটিতে সাঁতার না জানা শিশুদের নিয়ে শহরের বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সাঁতারের মতো ভালো ব্যায়াম খুব কমই আছে। এ সুইমিং কমপ্লেক্সে দক্ষ প্রশিক্ষকরা সাঁতার শেখান। ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্রশিক্ষক রয়েছে। এখানে প্রতিবন্ধীদের জন্য ফ্রি সাঁতার শেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সীমিত আয়ের মানুষের জন্যও ফ্রিতে সাঁতার শেখানো হবে। সামাজিক দায়িত্ব হিসেবে আমাদের এ উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএসের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কাউন্সিলর হাসাম মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, সিনয়র সদস্য স ম ইব্রাহিম, নজরুল ইসলাম, জাকির হোসেন লুলু, বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দাশ দেবু, এজেডএম হায়দার, নির্মল চন্দ্র দাশ, দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল আলম, সাইফুল্লাহ চৌধুরী, আবছার মাহফুজ,আরিফ রায়হান, সুলতান মাহমুদ সেলিম, মোস্তফা নঈম, সুভাষ কারণ, সাইফুদ্দিন খালেদ, শিমুল নজরুল, সবুর শুভ,আরিফ রায়হান,মিয়া মো. আরিফ, জামশেদ রেহমান চৌধুরী, হামিদুল্লাহ, রাজেশ চক্রবর্তী, নুরউদ্দিন আলমগীর, মিয়া আলতাফ, সোহেল রানা, আহসানুল করিম রিটন, আজিজুল কদির ফরিদ উদ্দিন, দীপংকর দাশ, সুবল বড়ুয়া, ওমর ফারুক, রনি দত্ত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা