× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুহূর্তেই’ যমুনায় বিলীন বাঁধ ও শতাধিক বসতঘর

বগুড়া অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৯:০৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২১:৩৮ পিএম

কামালপুর ইউনিয়নের ইছামারা মোড় এলাকায় যমুনায় বসতঘর হারিয়েছে অনেক পরিবার। ছবি : প্রবা

কামালপুর ইউনিয়নের ইছামারা মোড় এলাকায় যমুনায় বসতঘর হারিয়েছে অনেক পরিবার। ছবি : প্রবা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার তীরবর্তী শতাধিক বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে কামালপুর ইউনিয়নের ইছামারা মোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ পুরাতন বাঁধের পূর্ব পাশে বসবাসকারীরা তাদের আশ্রয় হারান।  

ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। উপজেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস,  জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

ইছামারা মোড় থেকে একটি বাঁধ পূর্ব যমুনা নদীর দিকে প্রায় ৫০০ মিটার বিস্তৃত ছিল। ২৫ বছর আগে এই বাঁধের পাশে শতাধিক পরিবার বসতি গড়ে তোলে। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে হঠাৎ করে যমুনার তীব্র স্রোতের কারণে বাঁধ ভাঙতে শুরু করে। এরপর বাড়িঘর চোখের পলকে পানির নিচে তলিয়ে যায়। ফলে তারা বাড়িঘর এবং ঘরের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেনি।

শাহানাজ বেগম নামে এক গৃহবধূ বলেন, ‘২৫ বছর ধরে এখানে বসবাস করছি। প্রতিবার যমুনা সময় দিলেও আজ আর কোনো সময় দেয়নি। পরনের কাপড় ছাড়া আমার আজ আর কিছুই নেই।  আমার সব শেষ হয়ে গেছে।’

কুলসুম খাতুন বলেন, ‘এখানে ৫ বছর ধরে আছি। আজ তিনটা ঘর যমুনায় চলে গেছে। ঘরে ৫০ হাজার টাকার শুধু ফার্নিচারই ছিল। কিছুই রক্ষা করতে পারিনি।’

আরিফুল ইসলাম নামে এক যুবক বলেন, ‘দোকানঘরের ফ্রিজ ছাড়া কিছুই বের করতে পারিনি। বাড়ি তো গেছেই সঙ্গে দোকানঘরও নেই।’

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, ‘আমরা সবাইকে অবহিত করেছি। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধারকাজ শুরু করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘জানমালের নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা