× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জীবন তরী’ এখন স্বরূপকাঠিতে

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২১:৩৫ পিএম

জীবন তরী নামক ভাসমান হাসপাতালটি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরীফ সংলগ্ন সন্ধ্যানদীর তীরে অবস্থান করছেন। প্রবা ফটো

জীবন তরী নামক ভাসমান হাসপাতালটি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরীফ সংলগ্ন সন্ধ্যানদীর তীরে অবস্থান করছেন। প্রবা ফটো

জীবন তরী নামক ভাসমান হাসপাতালটি এখন স্বরূপকাঠিতে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে। বর্তমানে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরীফ সংলগ্ন সন্ধ্যানদীর তীরে অবস্থান করছেন। এর পূর্বেও জীবন তরী নামক ভাসমান হাসপাতালটি স্বরূপকাঠিতে কয়েক বছর সেবা দিয়েছে। 

৫০ টাকার টিকিট কেটে এ হাসপাতাল থেকে নেওয়া যাবে সেবা। সরকারি ছুটি ও শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে সেবা কার্যক্রম। বেসরকারি সংস্থা ইমপ্যাক্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালনাধীন ওই হাসপাতালটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত সেবা প্রদান করে আসছে।

হাসপাতালের প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, ১৯৯৯ সালে নদী অববাহিকা এলাকায় দরিদ্র, অতি দরিদ্র রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বেসরকারিভাবে এ হাসপাতালটি চালু হয়। ভাসমান এ হাসপাতালে ৪ বিশেষজ্ঞ চিকিৎসক, ৩ কনসালট্যান্ট ও ৪ নার্সসহ ৩১ জনের একটি টিম সার্বক্ষণিক কাজ করে থাকে। ভাসমান এ হাসপাতালে জটিল রোগী আনা ও নেওয়ার জন্য সার্বক্ষণিক নৌপথে স্পিডবোড ও সড়ক পথে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। এ ছাড়াও এ হাসপাতালে প্রতিবন্ধিতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধাত্রী প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। হাসপাতালটি এখানে তিন মাস অবস্থান করে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা