× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর ও আশুলিয়ায় অপহৃত ২ শিশু উদ্ধার

গাজীপুর ও আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম

চুরি হওয়া শিশুকে উদ্ধার ও দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

চুরি হওয়া শিশুকে উদ্ধার ও দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকা থেকে অপহরণ হওয়া সাত মাসের শিশুকে বগুড়া থেকে এবং ঢাকার আশুলিয়া থেকে অপহৃত ১০ বছরের শিশুকে সেখানকার কাঠগড় এলাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পৃথক এ ঘটনায় দুই বোনসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান জানান, গত ২৭ আগস্ট দুপুরে হাবিবা আক্তার নামে একজন ৯৯৯ নম্বরে কল দিয়ে জানান তার ৭ মাসের সন্তান অপহরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মায়ের কাছ থেকে বিস্তারিত শুনে তার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাতকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে অপহরণের কথা স্বীকার করেন জান্নাত। জান্নাত শিশুটিকে অপহরণ করে তার আপন বোন রাকিবা আক্তার আখিকে দিয়ে দেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ১০ ঘণ্টার মধ্যে শিশুটিকে বগুড়া থেকে উদ্ধার করে। তিনি আরও জানান, অপহরণকারী দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, রবিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১০ বছরের ওই শিশু খেলাধুলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিকালে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির বড় বোনের ব্যবহৃত মোবাইলে ফোন করে জানায়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফেরত পেতে ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের টাকা না দিলে তারা শিশুটিকে পাচার করে দেওয়াসহ হত্যার হুমকি দেয়। পরে শিশুটির বাবা র‌্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিক ছায়াতদন্ত এবং মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। পরে সেদিন রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সদস্য গাইবান্ধার মো. আশিক ও ময়মনসিংহের মো. আতাব আলীকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা