× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় শিয়ালের কামড়ে আহত ৮, আতঙ্কে গ্রামবাসী

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম

আহতদের স্থানীয় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হচ্ছে। প্রবা ফটো

আহতদের স্থানীয় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হচ্ছে। প্রবা ফটো

কুমিল্লার মেঘনা উপজেলায় শিয়ালের কামড়ে অনন্ত আটজন আহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর, শিবনগর, চাঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তিরা হলেন, মো. এরশাদ, নুরজাহান, রানী, তামিম, রহিমা, ডলি, সাবমিয়া ও সাহাবুদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত আটজনকে স্থানীয় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিয়ালের উৎপাতে গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিবেশ তৈরি হয়েছে। শিয়ালগুলোকে মেরে ফেলার চেষ্টা চালালেও ব্যর্থ হন গ্রামবাসী। 

আহত এরশাদ বলেন, ‘সন্ধ্যার সময় ঘরের পাশে ফ্রেশ হতে টিউবওয়েলে গিয়েছিলাম। সেখানে হঠাৎ একটি শিয়াল এসে আমাকে কামড়ায়। কামড়ানোর পর আমার পুরো শরীর ব্যথা ছিল। চিকিৎসার পর আমি এখন সুস্থ আছি।’

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, ‘আহত সবাইকে টিকা দেওয়া হয়েছে। আশা করি সবাই সুস্থ হয়ে উঠবেন। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, ‘সোমবার  দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এসেছি। তারা সবাই সুস্থ আছেন। তবে জনসচেতনতার জন্য আমরা শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সার্বক্ষণিক জলাতঙ্কের টিকা পাওয়া যায় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা