× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ, রোগীদের ভোগান্তি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৫৫ পিএম

আমতলীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

আমতলীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

বরগুনার আমতলীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহের বৈদ্যুতিক মটার নষ্ট হয়ে পাঁচদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনসহ আবাসিক ভবনে বসবাসরত চিকিৎসক ও নার্সরা ভোগান্তিতে পড়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনে পানি সরবরাহের জন্য এক বছর আগে একটি নতুন বৈদ্যুতিক মটার বাসানো হয়। তবে গত ২৩ আগস্ট দুপুরে মটারটি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীসহ অংসখ্য রোগী থাকলেও পানির অভাবে রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়ছেন।

রবিবার (২৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, পানির অভাবে গোসল ও শৌচাগার ব্যবহার করতে না পেরে রোগী ও স্বজনদের অনেকেই হাসপাতালের বাইরে গিয়ে জরুরি প্রয়োজন সেরে আসছেন। আবার অনেকেই বালতি ও পানির বোতল ভরে বাহিরের পুকুর ও নলকুপ থেকে পানি নিয়ে আসছেন।

হালিমা বেগম নামে এক রোগীর স্বজন বলেন, ‘নলকূপ থেকে পানি ভরে চার তলায় ওঠা খুবই কষ্টকর। এভাবে আর পারা যায় না।’ 

লিটন গাজী নামে এক রোগী বলেন, ‘পাঁচদিন ধরে গোসল তো দূরের কথা শৌচাগারেও যেতে পারছি না। আত্মীয়ের বাসায় গিয়ে গোসল এবং শৌচকার্য সেরে আসি।’ 

আবাসিক ভবনে বসবাসরত নার্স আখি বলেন, ‘পানি তোলার বৈদ্যুতিক পাম্প মেশিনটি নষ্ট থাকায় পানি পাই না। বিকল্প ব্যবস্থায় বাহির থেকে পানি সংগ্রহ করে তা দিয়ে সাংসারিক, রান্নাবান্না ও ধোয়া মোছাসহ বাসা পরিস্কার-পরিচ্ছন্ন করছি। বর্তমানে পানির অভাবে খুবই কষ্টে আছি।’

স্বাস্থ্য অধিদপ্তর পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী দেবব্রত হালদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কিভাবে মটারটি নষ্ট হয়েছে তা জানি না। তবে দ্রুত এটি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মুনায়েম সাদ বলেন, পাঁচদিন ধরে হাসপাতালে পানি তোলার বৈদ্যুতিক মটারটি নষ্ট হওয়ায় পানির সমস্যা প্রকট আকার ধারন করেছে। সমস্যা সমাধানের জন্য সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে। আশাকরি দুই একদিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা