× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নের জোয়ারেই নৌকা ভেসে থাকবে : নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:৫২ পিএম

দিনাজপুরে শনিবার এক সুধী সমাবেশে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দিনাজপুরে শনিবার এক সুধী সমাবেশে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আওরকার আবারও সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘উন্নয়নের সুবাতাসে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। উন্নয়নের জোয়ারেই নৌকা ভেসে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাকে জনগণই ক্ষমতায় নিয়ে আসবে।’

শনিবার (২৬ আগষ্ট) সকালে দিনাজপুরের বিরল উপজেলার খোসালডাংগী হাট এলাকায় একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য কাজ করে, তাদের সামনে অনেক বাধা। তাদের মৃত্যুঝুঁকি নিতে হয়। বঙ্গবন্ধু এ ঝুঁকি নিয়েছিলেন। তিনি জানতেন, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে, তাকে হত্যা করা হতে পারে। বাংলার মানুষের প্রতি তার বিশ্বাস ছিল। তার দুরদর্শিতা ও সাহসিকতার কারণে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করতে পারত, মৃত্যুদণ্ড দিতে পারত, কিন্তু তিনি ভয় করেননি। তিনি সাহস নিয়ে কাজ করেছেন। তাকে হত্যা করা হয়েছে সর্বশেষ স্বাধীন বাংলাদেশে। ভারতের ইন্দিরা গান্ধী, শ্রীলংকার বন্ধরনায়েক, ইন্দোনেশিয়ার সুকর্ণকে হত্যা করা হয়েছে –  কারণটা কি? তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেননি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ। আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) ড.একেএম আজাদুর রহমান, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এবং প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা