কক্সবাজার অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২২:৩৪ পিএম
রোহিঙ্গা দ্রুত প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন। প্রবা ফটো
দেশে অবস্থান করা ১২ লাখ রোহিঙ্গাকে দ্রুত প্রত্যাবাসনের দাবি
এবং এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে কক্সবাজারে
সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সর্বস্তরের কক্সবাজারবাসী’ নামক
একটি সংগঠন এ সমাবেশ ও মানববন্ধের আয়োজন করে।
ছাত্রলীগ জেলা শাখার সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বছরের পর বছর রোহিঙ্গারা বাংলাদেশে বিশেষ করে
কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফে বসবাসের কারণে স্থানীয়
জনগোষ্ঠীর অস্তিত্ব চরম হুমকির সম্মুখীন। রোহিঙ্গাদের কারণে জীববৈচিত্র্য, বন, পাহাড়,
পরিবেশ, আইনশৃংখলা, জননিরাপত্তা, অর্থনৈতিক অবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদক পাচার ও ব্যবসার
নিরাপদ পয়েন্ট হিসাবে ব্যবহার হচ্ছে ক্যাম্পগুলো। সংঘটিত প্রায় সকল অপরাধেই
রোহিঙ্গারা জড়িত।
বক্তারা আরও বলেন, উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠী আজ
সংখ্যালঘুতে পরিণত হয়েছে। স্থানীয়রা আজ চরম আতংকের মধ্যে বসবাস করছে। সবকিছু থেকে
পরিত্রাণ পাওয়ার একমাত্র সমাধান কালবিলম্ব না করে রোহিঙ্গাদের তাদের দেশে
প্রত্যাবাসন। অন্যথায় বিকল্প হিসাবে তৃতীয় কোন দেশে হস্তান্তর। এ ব্যাপারে
প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নাগিরকত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। সমাবেশ ও মানববন্ধন থেকে যুক্তরাষ্ট্র সরকারের এ ধরণের তৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।