× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ গ্রেপ্তার ৩

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৫১ পিএম

খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে গাবতলী উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃ্হস্পতিবার (২৪ আগস্ট) বিকালে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার ট্রাক চালক রোহান হাসান, একই উপজেলার চান্দাই গ্রামের ট্রাকের হেলপার নিরব ইসলাম ও গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের ইউনুস আকন্দ। 

সনাতন চন্দ্র সরকার বলেন, ‘ইউনুস আকন্দের বাড়ি থেকে ট্রাকে করে ৩০০ বস্তা খাদ্যবান্ধব চাল নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

ট্রাকে খাদ্যবান্ধবের প্রতিটি ৩০ কেজি ওজনের ২৭৬টি এবং ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চাল ছিল। চালগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা