বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৪৪ পিএম
বরগুনার তালতলী উপজেলায় পরীক্ষায় নকল করার অপরাধে দুই এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তাদের বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন, মো. আরিফ ও মো. বশির। তারা তালতলী সরকারি কলেজের শিক্ষার্থী।
তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রবীন্দ্রনাথ হাওলাদার বলেন, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের সময় ওই দুই পরীক্ষার্থীকে নকল করার সময় ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।