যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১০:৩৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:২৩ পিএম
যশোরে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
পরে বেনাপোল স্টেশন মাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে বলে জানান তিনি।