× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক যেন মরণফাঁদ, যান চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২১:২৮ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২১:৫১ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-সুবর্ণচর সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীর সদর উপজেলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-সুবর্ণচর সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীর সদর উপজেলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-সুবর্ণচর সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও ভারী ও বড় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৩ আগস্ট) ভোরে ৬-৭ ফুট প্রশস্ত এ গর্তের সৃষ্টি হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত নিরব বলেন, ‘আমি সড়কটি দিয়ে যাচ্ছিলাম। এমন সময় একটি শব্দ হলো। সামনে গিয়ে দেখি সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে সাবধানতায় সেখানে গাছের ডাল দিয়ে সংকেত দিয়েছি।’

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, ’সড়কটির কালভার্টের স্ল্যাব ভেঙে এই গর্ত হয়েছে। এই কালভার্টের বয়স ৩০ বছর হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের পরিবহনের চালক তাজু বলেন, ’রাস্তার গর্তের ফলে আমাদের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা দূরে শিক্ষক-শিক্ষার্থীদের নামিয়ে দিচ্ছি। তাদের হেঁটে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে।’

বিআরটিসি-চালক আবুল কালাম বলেন, ’বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ায় আমাদের দ্বিতল বাসগুলো যাতায়াত করতে পারছে না। আমরা দূরে শিক্ষার্থীদের নামিয়ে দিচ্ছি। সড়কের ওপর বাস রাখতে হচ্ছে।’ 

এর আগেও ওই গর্তের কিছু দূরে খাল খননের ফলে সড়ক দেবে যাওয়ার ফলে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতল বাস চলাচল বন্ধ ছিল। তখনও শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত ঘটায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ’কালভার্টের ওপরের অংশটি ভেঙে গর্তের সৃষ্টি হয়। আমরা গর্তটিকে বিভিন্ন নিশানা টানিয়ে সতর্ক করে দিয়েছি। তবে গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন চলাচল করছে। আমাদের কোনো বাস চলাচল করতে পারছে না।’

সড়ক ও জনপথ অধিদপ্তর নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, ’সড়কটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানোর পরপরই ঘটনাস্থলে আসি। সড়কটি যেন দ্রুত চলাচলের উপযোগী হয় সে বিষয়ে আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে জানাব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, ’আমরা বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীকে জানিয়েছি। তারা স্থান পরিদর্শন করেছে।’ 

নোয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ’যেহেতু কালভার্টটি ভেঙে গেছে, সেখানে নতুন কালভার্ট নির্মাণ করতে হবে। আপাতত যান চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা