× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত কর্মী ফোরকানকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম

চট্টগ্রামের বন্দর থানার ইপিজেড মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। প্রবা ফটো

চট্টগ্রামের বন্দর থানার ইপিজেড মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। প্রবা ফটো

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় বাধা এবং কক্সবাজারের চকরিয়ায় ‘জামায়াত কর্মী ফোরকানকে গুলি করে হত্যার’ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামের বন্দর থানার ইপিজেড মোড় এলাকায় এই মিছিল ও সমাবেশ করেছে তারা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা মিছিলের বিষয়টি জানিয়েছেন।

সংবাদমাধ্যমে জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শহীদুল ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে নুরুল আমিন বলেন, ‘প্রশাসনকে বলতে চাই সরকারকে টিকিয়ে রাখতে আর বাহানা করবেন না। এ দেশের মানুষ মুক্তি চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়। এই সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি।’

আগামীতে এক দফা দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মহানগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়দুল্লাহ বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হয়েছে। পুলিশ আমাদের কাছে কাগজ কলম দেখলেও সেটা অস্ত্র মনে করে। আর ছাত্রলীগের লোকদের হাতে অস্ত্র দেখলে সেটা মনে করে ফুল। এই বিষয়ে আসলে কিছু বলার নেই।’

ওসি সনজয় কুমার সিনহা বলেন, মিছিলটি সহিংস ছিল। তারা গাড়ি ভাংচুর করেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভাঙা কাঁচ আর ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা