× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৭৮ দিন পর ফেরত

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৮:০৪ পিএম

বিএসএফের গাড়ি থেকে বাংলাদেশি নাগরিক ইউসুফের লাশ নামানো হচ্ছে। প্রবা ফটো

বিএসএফের গাড়ি থেকে বাংলাদেশি নাগরিক ইউসুফের লাশ নামানো হচ্ছে। প্রবা ফটো

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ আলীর (২৬) লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ৭৮ দিন পর তার লাশ ফেরত দেওয়া হয়। চলতি বছরের গত ৫ জুন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ইউসুফ। তিনি উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙা এলাকার শাহা জামালের ছেলে। 

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার দুপুরে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার পাটগ্রাম থানার এসআই মাহবুব হোসেনের কাছে ইউসুফ আলীর লাশ হস্তান্তর করেন। এ সময় তিস্তা ৬১-বিজিবি ব্যাটালিয়নের নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লিয়াকত হোসেন ও ভারতীয় রানীনগর-১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের শ্রীমুখ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অরবিন্দ কুমার উপস্থিত ছিলেন। 

নিহতের পরিবার, বিজিবি ও পুলিশ সূত্র জানা গেছে, ৫ জুন ১০-১২ জনের একটি দল পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব পিলার (ভারতীয় সীমান্ত) অতিক্রম করে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতীয় রানীনগর-১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

নিহতের বাবা শাহা জামাল কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘বিজিবি, পুলিশ ও স্থানীয় মাতব্বরদের নিকট ঘুরতে ঘুরতে বিএসএফের গুলিতে নিহত ছেলে ইউসুফ আলীর লাশ ৭৮ দিন পর আজকে হাতে পেলাম। এখন জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’  

নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লিয়াকত হোসেন বলেন, ‘গত ৫ জুন ভোরে কালীরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ইউসুফ আলী। আমরা তার লাশ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। দীর্ঘ ৭৮ দিন পর আজ (মঙ্গলবার) তার লাশ ফেরত আনা সম্ভব হয়েছে।’ এক প্রশ্নে তিনি বলেন, ‘বিএসএফ ও ভারতের পুলিশ ইউসুফের লাশ ফেরতের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দাবি করে আসছিল। অবশেষে এই সার্টিফিকেট ছাড়াই লাশ ফেরত দিতে সম্মত হওয়ায় আজ মঙ্গলবার ফেরত দিল।’ 

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিএসএফের গুলিতে নিহত ইউসুফ আলীর লাশ তার পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।’   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা