× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোবাউড়ায় ‘ঝরঝরে’ ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

আনিসুর রহমান, ধোবাউড়া (ময়মনসিংহ)

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

ব্রিজের দুইপাশে যানবাহন আটকে ভোগান্তিতে পথচারীরা। প্রবা ফটো

ব্রিজের দুইপাশে যানবাহন আটকে ভোগান্তিতে পথচারীরা। প্রবা ফটো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর বাজারে সাতারখালী নদীর ওপর নির্মিত ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছয় মাস আগে ব্রিজটির ফাটল ধরলেও সংস্কারে নেই তেমন কোনো উদ্যোগ। এতে ধোবাউড়া উপজেলার চারটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের ঝুঁকি নিয়েই ব্রিজের ভাঙা অংশ দিয়ে পারাপার হতে হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে ইতোমধ্যে আটকে দেওয়া হয়েছে বাস, ট্রাকসহ বড় ধরনের যান চলাচল।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি পুরোপুরি ভেঙে গেলে দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, পোড়াকান্দুলিয়া এবং ধোবাউড়া সদর ইউনিয়নের কিছু অংশসহ উপজেলার অর্ধেক অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমসহ বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে ওই এলাকার বাসিন্দাদের। 

ইতোমধ্যে ব্রিজে বড় যান চলাচল আটকে দেওয়া হয়েছে। ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। ব্রিজের দুই পাশে খুঁটি দিয়ে আটকে দেওয়া হয়েছে। দুইপাশে গাড়ি আটকে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। রাস্তার ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। 

গাড়ি চলাচল আটকে দেওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ধান ব্যবসায়ীরা। ধোবাউড়া বাজারের বাহিরে অন্য বাজারগুলোতে গাড়ি প্রবেশ করতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বেশকিছু বাস চলাচলও। 

দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ধোবাউড়া সদরে প্রবেশ এবং বাহির হওয়ার একমাত্র পথ হচ্ছে এই ব্রিজ। সাতারখালী নদীর ওপর নির্মিত এই ব্রিজটি সংস্কারের দাবি এলাকাবাসীর। 

আব্দুল মজিদ নামে এক বৃদ্ধ পথচারী বলেন, ‘ব্রিজের ওপর গাড়ি ওঠলে যেন বুক কেঁপে ওঠে। ভেঙে পড়ার ঝুঁকি থাকার পরও বাধ্য হয়ে ব্রিজ পারাপার হতে হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

ধান ব্যবসায়ী সাজ্জাদুর রহমান বলেন, ‘ব্রিজের ওপর বড় গাড়ি আটকে দেওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। ফলে গুণতে হচ্ছে অতিরিক্ত তিনগুণ ভাড়া। এতে করে চরম ভোগান্তিতে পড়েছি।’

পালোয়ান এন্টারপ্রইজের ম্যানেজার রনজিৎ বলেন, ‘ব্রিজটির প্রবেশমুখে বেরিগেট দিয়ে আটকে দেওয়ায় বড় গাড়ি আসা যাওয়া করতে পারে না। দোকান পর্যন্ত আসতে পারে না মালবাহী গাড়ি। ফলে আমাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।’ 

এছাড়াও ধোবাউড়াবাসীর বিকল্প রাস্তায় য়াতায়াতের জন্য একটি বাইপাস রোড নির্মাণের দাবি সচেতন সমাজের।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন বলেন, ‘ব্রিজটি অনেক পুরনো ও সরু। ফলে সব সময় যানজট লেগে থাকে। আমি নিজে দাঁড়িয়ে থেকে কয়েকদিন যানজট নিরসনে সহযোগিতা করেছি।’

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ নির্মাণ করার চেষ্টা করতেছি। আশা করছি ব্রিজ নির্মাণ হলে যানজট কমে আসবে। এছাড়াও ভবিষ্যতে একটি বাইপাস রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ‘ব্রিজটির ভাঙা অংশ আপাতত মেরামত করা হবে। ওই ব্রিজের সঙ্গেই নতুন আরেকটি ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেটা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি খুব দ্রুতই কাজ শুরু করতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা