× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে সিটি করপোরেশন ও হরিজন মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ৩০

রংপুর অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২২:৪৭ পিএম

সোমবার দুপুরে হরিজনদেরে সাথে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রবা ফটো

সোমবার দুপুরে হরিজনদেরে সাথে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রবা ফটো

রংপুরে হরিজনদের (পরিচ্ছন্নতাকর্মী) সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পরিচ্ছন্নতাকর্মীদের বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধি, ব্যাংকের মাধ্যমে বেতন, নতুন নিয়োগসহ ১১ দফা দাবিতে রবিবার দুপুরে সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন হরিজনরা। মেয়র তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি বিধি মোতাবেক বেতনের ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান। কিন্তু হরিজনরা তাদের ১১ দফা দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না বলে ঘোষণা দেন। এতে করে রবিবার রাতে নগরীর ওয়ার্ডগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। পরে মেয়র মধ্যরাতে নিজে উপস্থিত থেকে নগরী পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করেন। হরিজনদের বাদ দিয়ে পরিচ্ছন্নতা চালিয়ে যাওয়ার ফলে রাতে হরিজনরা রাস্তায় ময়লা ফেলে নগরীকে নোংরা করে রাখে। এ ঘটনা নিয়ে হরিজন ও সিটি করপোরেশনের কর্মচারীরা মুখোমুখি অবস্থান নেন। উত্তেজনার মধ্যে গতকাল দুপুরে হরিজনরা ১১ দফা দাবি বাস্তবায়নে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। পরে তারা সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ে হামলার ঘটনা তদন্তে প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জুকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর বলেন, ‘বর্তমান সমাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সিটি করপোরেশনের অল্প বেতনে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অসুস্থতা বা সমস্যায় পড়ে কাজে না গেলে সিটি করপোরেশন হাজিরা কেটে নেয়, ছাটাইয়ের হুমকি দেয়, গালিগালাজ করে। আজ (গতকাল) ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেয়রের সঙ্গে কথা বলতে গেলে গুণ্ডাবাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করানো হয়। এতে আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন। একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘হরিজনদের সুরক্ষার জন্য আমি গামবুট, কটিসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী দিয়েছি। ইতোমধ্যে তাদের সকল যৌক্তিক দাবি প্রায় পূরণ করা হয়েছে। মাত্র দুই ঘণ্টা পরিচ্ছন্নতার কাজ থাকলেও তারা সেটিও ভালো করে করে না। রাতে মাতাল হয়ে পড়ে থাকে। তাদের সুখে-দুঃখে আমি পাশে থাকলেও কুচক্রী মহলের ইন্ধনে তারা সিটি করপোরেশনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা