শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২২:৪১ পিএম
শিক্ষা অধিদপ্তর নতুন টিন লাগানোসহ ভবনটির দ্রুত মেরামত কাজ শুরু করেছে। প্রবা ফটো
শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে ক্লাস করা ফেনীর পরশুরাম সরকারি পাইলট স্কুলের টিনশেড ভবনের মেরামত কাজ চলছে। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালার ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়ায় শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নজরে আসায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি ‘শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শিক্ষা অধিদপ্তর নতুন টিন লাগানোসহ ভবনটির দ্রুত মেরামত কাজ শুরু করেছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, স্কুল ভবনের রঙ করাসহ মেরামত কাজের জন্য ১০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও নতুন একটি ভবনও বরাদ্দ দেওয়া হয়েছে।
ফেনীস্থ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত ছিদ্দিকা স্কুলে উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ করতে নির্দেশনা দেন।
পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী জানান, শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় ভবনের ছাউনিতে নতুন টিন, দরজা-জানালা লাগানো ও মেঝে পাকা করা হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।