× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রূপগঞ্জ আওয়ামী লীগের দোয়া ও মিলাদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২২:১০ পিএম

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার কাঞ্চন মায়ার বাড়ি এলাকায় এই অনুষ্ঠান হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এই আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এতে সভাপতিত্ব করেন দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ রফিকুল ইসলাম। তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম ও পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

১৯ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে দলের শীর্ষ নেতাসহ ২৪ জন নিহত হন। আহত হন অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, ’বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না। আমাদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই। কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না।’

দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌরসভা যুবলীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, তরুণ শিল্পোদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাইবুর রহমান প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সফিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা