বগুড়া অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:৩৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:৪৪ পিএম
গ্রেপ্তার রেজা ওরফে আপন।
বগুড়ার নন্দীগ্রামে ভুয়া মেজর পরিচয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগে রেজা ওরফে আপন নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ আগস্ট) মধ্যরাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই তরুণীর মায়ের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক তরুণীকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রবিবার রাতে কলেজপাড়ার শ্বশুর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, এই ব্যক্তি একেক জায়গায় একেক নাম ও ঠিকানা ব্যবহার করেন। ধারণা করা হচ্ছে, তার বাড়ি সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায়। তার পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে।