রংপুর অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:৩৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম
প্রতীকী ছবি
রংপুরের
বদরগঞ্জ উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় সিনহা নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃত্যু
হয়েছে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যা
৬টার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত
সিনহা ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান ডলু শাহ। তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে নয়াপাড়া গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে আগুন লাগে। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শিশু সিনহাকে ঘরে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর পর ঘর থেকে মৃত অবস্থায় সিনহার লাশ উদ্ধার করে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্যের চেষ্টা করা হবে।