বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:২১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:৪৪ পিএম
জব্দ করা নিষিদ্ধ হাঙ্গরের শুঁটকি। প্রবা ফটো
বরগুনায় ২০ হাজার কেজি হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (২০ আগস্ট) দুপুরে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা খাল এলাকায় অভিযান চালিয়ে এ শুঁটকি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শুঁটকিপল্লীর চাতাল থেকে প্রায় পাঁচ কোটি টাকা বাজারমূল্যের ২০ হাজার কেজি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, ’অবৈধ হাঙ্গর মাছের শুঁটকি উদ্ধারের সময় মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বন বিভাগের মাধ্যমে জব্দ করা শুঁটকি মাটিতে পুঁতে ফেলা হয়।’
এ বিষয়ে বরগুনা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ’জব্দ হওয়া শুঁটকি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আমাদের বন বিভাগের পক্ষ থেকেও এ ধরনের অভিযান চলমান রয়েছে।’