ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যান
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:৪০ পিএম
সাংবাদিকরা অন্যায় করলে তার বিচারের ভার বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওপর দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এ কাউন্সিলের ট্রাইব্যুনাল সম্পর্কে তিনি বলেন, চেয়ারম্যান ও দুইজন সাংবাদিক নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এটি এমন একটি ট্রাইব্যুনাল যেখানে সাংবাদিকের বিচার সাংবাদিকেরা করেন।
রবিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রেস কাউন্সিলে একজন চেয়ারম্যান, ১৪ জন সদস্য। এদের মধ্যে ৯ জন সাংবাদিক, যাদের মধ্যে ৩ জন মালিকদের প্রতিনিধি, ৩ জন সম্পাদকের প্রতিনিধি, ৩ জন সাংবাদিক প্রতিনিধি। বাকি ৫ জনের ২ জন সংসদ সদস্য, একজন ইউনিভার্সিটি গ্রান্ড কমিশনের, বাংলা একাডেমির একজন ও বার কাউন্সিলের একজন। সবাই এক বাক্যে স্বীকার করেন বাংলাদেশে যত অফিস আছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাপ্রাপ্ত অফিস হলো প্রেস কাউন্সিল।
নিজামুল হক নাসিম আরও বলেন, এই আইনে বলা আছে যদি কোনো সাংবাদিক তার লেখনী বা প্রকাশের মাধ্যমে কোনো ভুল করেন, কেউ যদি তাতে কষ্ট পান তাহলে তিনি প্রেস কাউন্সিলে মামলা করতে পারেন। পরে দুই পক্ষের সাক্ষ্য নেওয়া হবে তারপর রায় দেওয়া হবে। যদি দেখা যায় সাংবাদিক দোষী, তাহলে সাংবাদিকের শাস্তি হবে, সর্বোচ্চ তিরস্কার। যিনি মামলা করেছেন তিনি মনে করতে পারেন ৩ বছর মামলা চালিয়ে সাংবাদিক শুধু তিরস্কার পেলেন। পরে প্রেস কাউন্সিলের কর্তৃপক্ষ মনে করে, এটি পরিবর্তন করা দরকার। পরে ২০১৫ সালে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। সেখানে বলা হয়, শুধু তিরস্কার নয়, জরিমানার বিধান চালু করতে হবে।
প্রেস কাউন্সিলের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম প্রমুখ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এতে প্রেস কাউন্সিল আইন-১৯৭৪, আচরণবিধি এবং সাংবাদিকতার নীতিমালা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।